মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গ্রামবাসী রুখে দিল মার্কিন সেনাদের গতিপথ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ১০:১৩ এএম

এবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের দুটি গ্রামে সাধারণ লোকজন মার্কিন সেনাবহরের গতিপথ রুখে দিয়েছে। সাধারণ লোকজনের বাধার মুখে মার্কিন সেনারা পিছু হটতে বাধ্য হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হাসাকা প্রদেশের আল-কাহিরা ও আদ-দুশাইশা গ্রামের লোকজন মার্কিন সেনাবহরের গতিপথ রোধ করে। এসময় জনগণ মার্কিন সেনাদের ও সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। এছাড়া, তারা মার্কিন সেনাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর ছুঁড়ে মারে। পরিস্থিতি বেগতিক দেখে মার্কিন সেনারা পিছু হটে। এ ঘটনায় কেউ হতাহত হয় নি।

গত বছরের অক্টোবর মাস থেকে মার্কিন সরকার সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সেনা মোতায়েন জোরদার করেছে। সিরিয়ার তেলক্ষেত্রগুলোর নিরাপত্তার দোহাই দিয়ে ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে এবং এর আড়ালে মার্কিন সেনারা সিরিয়ার থেকে তেল পাচার করছে।

সূত্র: পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন