শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফেনীতে একদিনে আরও ৪৩ করোনা রোগী শনাক্ত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ৩:৩৬ পিএম

ফেনীতে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে একদিনে ৪৩ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে জেলা সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ১৪ জন, দাগনভূঞা উপজেলায় ১৮জন, সোনাগাজী উপজেলায় ৯ জন,ফুলগাজী উপজেলায় ১ জন,ছাগলনাইয়া উপজেলায় ১ জন রয়েছে। এদের অবস্থান ফেনী সদরে একজন উপজেলা এলজিইডি কর্মকর্তা ও একজন ব্যাংকের কর্মচারী। শহরের মাস্টারপাড়া, ডাক্তারপাড়া,শহীদুল্লাহ সড়ক,হাজারী সড়ক, শর্শদী ও ধর্মপুর ইউনিয়নে ১ জন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিকে দাগনভূঞা উপজেলায় জয়নারায়নপুরে ১ পরিবারের ৯ জন, জগতপুরে ৩ জন, পূর্বচন্দ্রপুরে ৩ জন,সিন্দুরপুরে ২ জন ও রাজাপুরে ১ জন। সোনাগাজী উপজেলায় মতিগঞ্জে একই পরিবারের ৫ জন,কাজীরহাটে ২ জন। ফুলগাজী উপজেলার সাহাপাড়া গ্রামে ১ জন ও ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুরে ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ দুপুরে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেনী জেলায় ৪৩ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে বলে তারা জানায়। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩২ জনে দাঁড়ালো। সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৫৩ জন। মৃত্যুবরণ করেছেন ৩ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন