শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত সনাক্ত সর্বমোট ১৮৮জন

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ৬:৩৯ পিএম

লক্ষ্মীপুরে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে। গত ২৪ নতুন করে নতুন করে আরো দু’জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা আক্রান্ত সনাক্ত রোগীর সংখ্যা ১৮৮ জন । এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরে মারা গেছে ২জন।

নতুন শনাক্ত দু’জন রায়পুর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে একজন ঢাকা থেকে করোনা পজেটিভ নিয়ে এসেছে, অপরজন স্থানীয়ভাবে সংস্পর্শে সংক্রমিত হয়েছে।

আক্রান্ত সনাক্তের মধ্যে সদর উপজেলায় ৭৯জন, রায়পুরে ৩৫ জন, রামগঞ্জে ৩৬, কমলনগরে ১৯ এবং রামগতি উপজেলায় ১৭জন।

জেলায় গত ২৩ মে থেকে দ্বিতীয়বারের মতো লকডাউন দেয়া হলেও অনেক ক্ষেত্রে মানুষ সামাজিক দূরত্ব মানছেনা। যার ফলে করোনা ভাইরাসের সংক্রমন বেড়েই চলেছে। বিশেষ করে গ্রামকেন্দ্রীক চা-কনফেকশনারী দোকানে প্রতিদিন সন্ধার পর ভীড় করছেন শত শত মানুষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন