শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নরহত্যা করে থানায় হাজির পুরোহিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ১২:০২ এএম

উড়িষ্যার এক পুরোহিত নাকি স্বপ্নে দেখেছেন দেবতাকে সন্তুষ্ট করতে নরহত্যা করতে হবে। আর সে অনুযায়ী একজনের মাথা কেটে হত্যাও করেন তিনি। এই বর্বর ঘটনার পর নিজেই স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করে পুলিশের কাছে এমন কথা জানিয়েছেন। বুধবার গভীর রাতে দক্ষিণ ভারতে পশ্চিমবঙ্গ লাগোয়া রাজ্য উড়িষ্যার নরসিংহপুর থানা এলাকার একটি গ্রামে এমন ঘটনা ঘটে। তবে স্থানীয়রা বলছেন, নিহত সরোজের সঙ্গে ওই গ্রামের একটি আমবাগান নিয়ে দীর্ঘ দিনের বিবাদ চলছিল ওই পুরোহিতের। সেই আক্রোশেই এ কাজ করে থাকতে পারেন তিনি। পুলিশ বলছে, ৭২ বছর বয়সী পুরোহিত সংসারী ওঝার বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে। নিহত ওই ব্যক্তির নাম সরোজকুমার প্রধান (৫২)। করোনাভাইরাসের বিনাশে দেবতাকে তুষ্ট করতে হবে। তার জন্য চাই নরবলি। এমনটাই নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই আদেশ মতো মন্দির ভিতরেই কুড়ুল দিয়ে এক ব্যক্তির মাথা কেটে বলি দিলেন পুরোহিত। ওড়িশার কটকে এক স্থানীয় মন্দিরের বৃদ্ধ পুরোহিতের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, বৃহস্পতিবার সকালে থানায় এসে আত্মসমর্পণ করে ঘটনার কথা স্বীকার করেছেন সংসারী ওঝা। তবে এসময় তিনি দাবি করেছেন, করোনাভাইরাসকে বিনাশ করতে মন্দিরের দেবীর কাছ থেকে নরবলির স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি। সেই নির্দেশ মেনেই মন্দিরের ভেতরে কুঠার দিয়ে গলাকেটে সরোজকে বলি দিয়েছেন। ইন্ডিয়া টুডে, এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন