বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দ্বিতীয় রাউন্ড শেষে স্থগিত হচ্ছে বিসিএল

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত টি-২০ স্কোয়াডের ১৪ জনের সঙ্গে খুলনায় দলের সঙ্গী মোসাদ্দেক সৈকত, তাসকিন, মোহাম্মদ শহীদ, সাকলায়েন সজীব। দলের সঙ্গে থাকছেন, নিয়মিত অনুশীলন করছেন তারা। হঠাৎ এক সিদ্ধান্তে ঢাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে পেস বোলিং অল রাউন্ডার মোক্তার আলীকে। ১৪ জনের স্কোয়াড অলিখিত ভাবে হয়ে গেছে ১৯ জনের দলে। তারপরও মন ভরছে না কোচ হাতুরুসিংহের। দলের সঙ্গে থাকা চাই অন্ততঃ ২৪ জন ক্রিকেটার। এশিয়া কাপের পূর্ব প্রস্তুতি হিসেবে নিয়মিত দু’দলে ভাগ হয়ে প্র্যাকটিস ম্যাচ খেলে খেলোয়াড়দের প্রস্তুত করতে চান হেড কোচ হাতুরুসিংহে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) জন্য তামীম, সাকিব, মুশফিকুরকে ছেড়ে দিতে হচ্ছে বলে আগে-ভাগে এই তিন জনের রিপ্লেশমেন্টও চেয়ে রেখেছেন হাতুরুসিংহে। এক সঙ্গে ২৭ ক্রিকেটারকে পাওয়া যাচ্ছে না বলে দ্বিতীয় রাউন্ড (১৯-২২ জানুয়ারি) শেষে ফ্রাঞ্চাইজি ভিত্তিক আসর বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) স্থগিত করতে বাধ্য হচ্ছে টুর্নামেন্ট কমিটি। গতকাল বিসিএল’র সভা শেষে এ সিদ্ধান্তের কথাই জানিয়েছেন টূর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খানÑ‘সামনে এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপ, তাই কোচ চাচ্ছেন অনুশীলনে ২৪-২৫ জনকে অনুশীলন ক্যাম্পে রাখতে। প্রাইম ব্যাংক সাউথ জোন ১১ ক্রিকেটার, বিসিবি নর্থ ৬ জন, ওয়ালটন সেন্ট্রাল জোন এবং ইসলামী ব্যাংক ইস্ট জোন ৪ জন করে ক্রিকেটারের সার্ভিস পাবে না এই সময়। তাই দ্বিতীয় রাউন্ড শেষে বিসিএল স্থগিত করতে হচেছ।’
হাতুরুসিংহের প্রস্তাবনাকে গুরুত্ব দিয়ে খুলনায় একদিনে ২ দলে ভাগ হয়ে ২টি অনুশীলন ম্যাচ আয়োজন করায়  ২ দিন পিছিয়ে দিয়ে ১২ জানুয়ারি থেকে মাঠে গড়িয়েছে বিসিএস। নিরবচ্ছিন্ন ভাবে আগামী ১৯ ফেব্রুয়ারি বিসিএল সম্পন্ন করতে ফিকশ্চার তৈরি করেছিলণ টুর্নামেন্ট কমিটি। অথচ, সেখানেও ধাক্কা খেল টুর্নামেন্ট কমিটি। এখন পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে বিসিএল’র তৃতীয় রাউন্ড, শেষ হওয়ার কথা ১৪ মার্চ। ফ্রাঞ্চাইজিরা ছাড় দেয়ায় তাদেরকে ধন্যবাদ দিয়েছেন আকরাম খানÑ ‘ফ্রাঞ্চাইজিদেরকে ধন্যবাদ দিতে হচ্ছে, কারণ তারা দেশের স্বার্থের কথা বিবেচনা করে ছাড় দিয়েছে।’  
এদিকে খুলনায় আগামী ২২ জানুয়ারি টি-২০ সিরিজ শেষে বাংলাদেশ দলের আবাসিক ক্যাম্প চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত সেখানেই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ঢাকার ২টি ভেন্যু ব্যস্ত থাকায় আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এবং ফতুল্লায় অনুশীলন সুবিধা পাচ্ছে না বাংলাদেশ দল। সে কথা মাথায় রেখে বাংলাদেশ দল বিকল্প ভেন্যুতে নিবে এশিয়া কাপের প্রস্তুতি। সে কারণেই এই সিরিজ শেষে ঢাকায় ফিরে আসা হচ্ছে না বাংলাদেশ দলের। খুলনায় এ মাসের শেষ দিন পর্যন্ত অনুশীলন শেষে ঢাকা নয়, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের জড়ো হতে হবে চট্টগ্রামে। সেখানে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত  বাংলাদেশ ক্রিকেট দল করবে অনুশীলন। এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচে ৪টি দল (আফগানিস্তান, হংকং, ওমান, সংযুক্ত আরব আমিরাত) ঢাকায় অবস্থান করবে বলে আগামী ২১ ফেব্রুয়ারির আগে ঢাকায়  অনুশীলন সুবিধা পাবে না বাংলাদেশ দল।  চট্টগ্রাম পর্ব শেষে এক সপ্তাহের বিশ্রাম নিয়ে এশিয়া কাপ শুরুর তিন দিন আগে (২১ ফেব্রুয়ারি) অংশগ্রহণকারী অন্য ৪টি দলের সঙ্গে বাংলাদেশ দল অনুশীলন সুবিধা পাবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এ তথ্য দিয়েছেন বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ ‘এখন তো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যুগুলো আইসিসিকে বুঝিয়ে দিতে হয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত মাঠগুলোতে জাতীয় দলের অনুশীলনের কোন সুযোগ নেই। সে কারণেই এশিয়া কাপের প্রস্ততি নিতে দু’দফায় খুলনা এবং চট্টগ্রামে জাতীয় দল অনুশীলন করবে। প্রথম দফায় ৩১ জানুয়ারি পর্যন্ত ক্রিকেট দল থাকবে খুলনায়। দ্বিতীয় ধাপে বিকল্প অনুশীলন ভেন্যু ছিল সিলেট, কিন্তু শেষ পর্যন্ত চট্টগ্রামেই হচ্ছে পরবর্তী ধাপের অনুশীলন।’
গত ৮ জানুয়ারি থেকে রাজধানীর বাইরে অবস্থান করছে ক্রিকেট দল। রাজধানীর বাইরে ক্রিকেটারদের কাটাতে হচ্ছে ৩৮ দিন! যার মধ্যে খুলনাকেই কাটবে ক্রিকেটারদের ২৪ দিন। এর আগেও নিবিড় অনুশীলনের প্রয়োজনে রাজধানী ছাড়তে হয়েছে ক্রিকেটারদের। তবে দেশে অবস্থান করে এতো লম্বা সময় রাজধানীর বাইরে কাটানোর অতীত নেই বাংলাদেশ দলের এই প্রজন্মের  ক্রিকেটারদের কারো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন