বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে করোনা চিকিৎসায় ৬ হাসপাতাল চালুর বিষয়ে সভা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ৮:৫৮ পিএম

চট্টগ্রামে করোনা চিকিৎসায় নতুন ছয়টি হাসপাতাল চালু হচ্ছে। এবিষয়ে শুক্রবার সার্কিট হাউসে সমন্বয় সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এসব হাসপাতাল চালু হলে শয্যা সঙ্কট থাকবে না।
সভায় রেলওয়ে হাসপাতাল, হলি ক্রিসেন্ট, ভাটিয়ারীস্থ বিএসবিএ হাসপাতাল, ইমপেরিয়াল ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা শুরুর প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এছাড়া আগ্রাবাদ এক্সেস রোডের সিটি হলে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার স্থাপন নিয়েও আলোচনা হয়। করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহে নগরীতে শনিবার ছয়টি সেন্টার চালু হচ্ছে বলেও জানান মেয়র।
এতে চট্টগ্রাম বিভাগীয় কমশিনার এ বি এম আজাদ, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মজিবুল হক খান উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন