বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এখনই সবকিছু খুলে দেয়া ভুল সিদ্ধান্ত : ড. কামাল হোসেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ১২:০১ এএম

লকডাউন তুলে নিয়ে অফিস খুলে দেয়া ও মার্কেট-গণপরিবহন চালুর সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, সরকার ভুল পথে হাটছে। করোনার সংক্রমণ বৃদ্ধির সময় সবকিছু খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আরও বাড়বে, ছড়িয়ে পড়বে। এটা মোটেও সঠিক সিদ্ধান্ত হয়নি। গতকাল সংবাদকর্মীদের (বিদেশি গণমাধ্যম) তিনি এসব কথা বলেন।
করোনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে কামাল হোসেন বলেন, শুরুতে তো দেশে করোনাভাইরাসকে কোনো গুরুত্বই দেয়া হয়নি। তখন বলা হয়েছে না না এটা কিছু না। তারপর লকডাউন দেয়া হল। সেটাও ঠিকমত পালিত হয়নি।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আইনজীবী বলেন, এখন যদি দেশে সবকিছু খুলে দেয়া হয় তাহলে তো অবস্থা আরও খারাপ হবে। আমাদের দেশে এখন যে হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এর মধ্যে সব খুলে দেয়া তো ভুল হবে। বেশি বেশি পরীক্ষার তাগিদ দিয়ে তিনি বলেন, জনসংখ্যা অনুপাতে সারাদেশে করোনা পরীক্ষা সেভাবে হচ্ছে না। করোনা নির্ণয়ের পরীক্ষা যদি আরও করা যেত, তাহলে আক্রান্তের হার আরও বেড়ে যেত। ##

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন