রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আদমদীঘিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ১২:০১ এএম

আদমদীঘিতে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে চলতি মৌসুমের ইরি বোরো ধানের ব্যাপক ক্ষতি হযেছে। ব্যাপক বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়া এবং শ্রমিক সঙ্কটে ক্ষতিগ্রস্ত ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ঘরবাড়ি গাছপালা, আম, জাম, লিচুসহ শত শত একর জমির চলতি ইরি বোরো ধান পানিতে ডুবে ব্যাপক ক্ষতি হয়। এর পর আবার বৈরী আবহাওয়া ও ব্যাপক বৃষ্টি এবং শ্রমিক সঙ্কটের কারণে এখনো উপজেলা সদর, চাপাপুর, কুন্দুগ্রাম, ছাতিয়ানগ্রাম, নশরতপুর, সান্তাহার ইউনিয়ন ও সান্তাহার পৌর এলাকার মাঠে অনেক জমিতে ধান রয়েছে। এসব ক্ষতিগ্রস্ত শত শত একর জমির ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।

উপজেলার পোঁওতা গ্রামের কৃষক শাহাজান আলী আব্দুল গফুর জানান, ঈদের কারণে একদিকে শ্রমিক সঙ্কট তার পর আবার বৈরী আবহয়ায় অনেক জমিতে শুয়েপড়া ধানে পচন ধরেছে। দু-এক দিনের মধ্যে এসব ধান কাটা না গেলে জমিতেই নষ্ট হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন