শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হাইকোর্টে স্থায়ী নিয়োগ পেলেন ১৮ বিচারপতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ৯:৫৭ এএম

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ১৮ অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। শুক্রবার ২৯ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। ২০১৮ সালের ৩০ মে তাদের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট। পরে ৩১ মে বিকেলে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে তারা শপথ নেন।

১৮ জন বিচারক হলেন- মো. আবু আহমেদ জমাদার, এ,এস,এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।

প্রেসিডেন্ট সাংবিধানিক প্রদত্ত ক্ষমতাবলে সর্বোচ্চ আদালতের বিচারপতি নিয়ে থাকেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন