শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ট্রেনের টিকিট বিক্রি শুরু শুধু অনলাইনে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ২:১৮ পিএম | আপডেট : ২:২৬ পিএম, ৩০ মে, ২০২০

করোনাভাইরাস মহামারিতে যাত্রী সুরক্ষার দিক বিবেচনা করে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেনে কোনো খাবার সরবরাহের ব্যবস্থা থাকছে না।
ট্রেনের শিডিউল সময়ের এক ঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে উপস্থিত থাকতে হবে, যাতে তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা যায়। আজ শনিবার রেলওয়ে ভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
মন্ত্রী বলেন, আগামীকাল আটটি আন্তঃনগর ট্রেন চালু হবে। ৩ জুন থেকে আরও ১১টি ট্রেন চলবে।
তিনি আরও বলেন, ট্রেনের ৫০ শতাংশ আসনের টিকিট বিক্রি হবে এবং আগের শিডিউলেই ট্রেনগুলো চলবে।
রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান, ইতোমধ্যে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
এদিকে, সীমিত পরিসরে ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্তের পর ট্রেনের আগাম টিকিট কিনতে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় জমিয়েছেন যাত্রীরা।
শনিবার (৩০ মে) সকাল থেকেই তারা টিকিট কাউন্টারের সামনে অপেক্ষায় রয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) দেশের বিভিন্ন রুটে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ট্রেন চালু করার সিদ্ধান্ত হয়। যাত্রীরা জানান, কাল রোববার থেকে ট্রেন চালু হচ্ছে এ কথা জেনেই তারা স্টেশনে এসেছেন টিকিট কাটতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন