শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

রাজনীতি

রাজধানীতে ছিন্নমূল মানুষের মাঝে জেডআরএফের খাদ্য বিতরণ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ৩:০১ পিএম | আপডেট : ৩:৩৩ পিএম, ৩০ মে, ২০২০

জিয়ার মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণ করছেন রিজভী


বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে প্রায় এক হাজার দু:স্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাদ্যের প্যাকেট বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। মহামারী করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে আজ শনিবার দুপুর ১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে খাদ্য বিতরণ কর্মসূচীর সূচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জেডআরএফের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সাংবাদিক কাদের গণি চৌধুরী, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএসএমএমইউ শাখার সভাপতি ডা: এরফানুল হক সিদ্দিকী, প্রকৌশলী মাহবুব আলম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ অনেকেই। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব মো: আমানউল্লাহ আমানের তত্ত্বাবধানে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, নীলক্ষেত ও পলাশী সহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, ঢাকা মহানগরীর আসাদগেটস্থ নিজ বাসভবনের সামনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি হিসেবে খাদ্য বিতরণ কর্মসূচী সূচনা করার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই পুলিশ সেখানে অনুষ্ঠানে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে জেডআরএফ।
এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত করেছেন ঢাকা দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতাকর্মীরা।
স্বেচ্ছাসেবক দলের মাজার জিয়ারত: শহীদ জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে আজ দুপুরে শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আবদুল কাদির ভুইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন