বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নওগাঁয় আরও ১৩ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্তের সংখ্যা ১১৯ জন

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ৪:০৬ পিএম

নওগাঁ জেলায় নতুন করে ৩ পুলিশসহ মোট ১৩ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিলসার্জন অফিস সুত্রে শুক্রবার রাতে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে জানা গেছে আক্রান্ত ১৩ ব্যক্তির মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৩ পুলিশ সদস্যসহ ৯ জন, পোরশা উপজেলায় ১ জন, মান্দা উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ১ জন এবং ধামইরহাট উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯ জন-এ।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে ৮ জনকে। এদের মধ্যে বদলগাছি উপজেলায় ৫ জন এবং আত্রাই উপজেলায় ৩ জন।
কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে এ পর্যন্ত সর্বমোট হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে ৭ হাজার ৪শ ৯৩ জনকে। শুক্রবার পর্যন্ত ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৬ হ্জাার ৫শ ৪৮ জনকে। বর্তমানে জেলায় হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৯৪৫ জন।
বর্তমানে হাসপাতালে আক্রান্ত রোগি ভর্তি রয়েছেন ৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৬৩ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন