মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে করোনায় বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী সিরাজুল ইসলামের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ৪:১০ পিএম

ঢাকার কেরানীগঞ্জে এবার প্রানঘাতি করোনাভারাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করলেন রাজধানীর ইসলামপুরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ আমিনুর রহমান মৃধা ওরফে সিরাজুল ইসলাম(৫৬)।তিনি করোনা উপসর্গ নিয়ে ঈদের পরের দিন জিনজিরা ২০শয্যা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে আরও অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি গভীর রাতে মারা যান। তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ রাতেই ধরা পরে। তিনি ঢাকা জেলা যুবলীগের সাবেক সদস্য,শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও রাজধানীর ইসলামপুরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী ছিলেন।এছাড়া তিনি শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকায় একটি মহিলা মাদ্রসা ও একটি পুরুষ মাদ্রাসার পরিচলানা কমিটির সভাপতি ছিলেন। তিনি রাজধানীর ইসলামপুরের একজন বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, স্ত্রী, ভাই,বোনসহ বহু আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আহবায়ক শাহীন আহমেদ,কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাহিদ, কেরানীগঞ্জের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু ও কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা নতুন প্রজন্মের আহবায়ক মোঃ ফারুক হোসেনসহ আ’লীগের বিভিন্ন নেতা-কর্মীরা শোক জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Abdul ৩০ মে, ২০২০, ৯:৩৩ পিএম says : 0
This is A kader SIRAJUL BHALO AKJON LOK SILO DOA KORI JANNAT NOSIB KOROON AMEEN
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন