বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সব কিছু খুলে দেয়া মানে করোনা চলে যায়নি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ৬:৪০ পিএম

সব কিছু খুলে দেয়া মানেই দেশ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস চলে যায়নি। স্বাস্থ্য সুরক্ষায় প্রত্যেক নাগরিককেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মরণঘাতী করোনা মহামারী থেকে হেফাজতে মহান আল্লাহপাকের কাছে বেশি বেশি তাওবাহ-ইস্তিগফার করতে হবে। আজ শনিবার পুরানা পল্টনস্থ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কার্যালয়ে অনলাইন ভিডিও কনফারেন্সে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহারের সঞ্চালনায় এতে সভাপত্বি করেন পার্টির আমীর প্রিন্সিপাল মাওলানা সারওয়ার কামাল আজিজী। নেতৃবৃন্দ বলেন, জীবন-জীবিকার তাগিদে সরকার অফিস-আদালতসহ সবকিছু খুলে দেয়া মানে দেশ থেকে করোনা চলে যায়নি;বরং চলমান এ সঙ্কট থেকে মুক্তির জন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকারকে ব্যাপক উদ্যোগ নিতে হবে। উপকূলীয় অঞ্চলে লাখ লাখ মানুষ আজ ঘর-বাড়ি হারিয়ে চরম ভোগান্তির কবলে পড়েছেন। এসব অসহায় মানুষদেরকে আগামী দু’মাস পর্যন্ত ত্রাণ সামগ্রি দিয়ে সহায়তা করতে হবে।
উক্ত কনফারেন্সে আরও সংযুক্ত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, নায়েবে আমীর প্রিন্সিপাল আবদুর রহমান চৌধুরী, যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা সালামত উল্লাহ, প্রিন্সিপাল মনজুরুল কাদের চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ইলিয়াস খান, মাওলানা আবু তাহের খান, মুফতী দ্বীনে আলম হারুনী, হাফেজ মাওলানা আজিজুল হক, মুফতী শরীফুর রহমান, মাওলানা এরশাদ বিন জালাল, মাওলানা গোলাম কিবরিয়া, নজীর আহমদ, আব্দুল্লাহ আল মাসউদ খান মাওলানা মহামুদুল হক, মাওলানা আফতাব উদ্দীন, মাওলানা মোসাদ্দেকুল, মাওলানা মাওলানা কামরুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম ও হাফেজ মাওলানা সাইফুল মালেক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন