শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভয়াবহ মন্দার পথে ইতালির অর্থনীতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ১২:০২ এএম

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে ধস নামতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে খারাপ সময় পার করেত যাচ্ছে ইতালি। বিশেষ করে পর্যটন খাত, অন্যান্য সেবা ও দোকান মুখ থুবড়ে পড়ছে। ইতালির ক্ষুদ্র ব্যবসায় গোষ্ঠীরা বলছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। ফেডারেশনের প্রধান বলছেন,আমরা কর্মচারীদের বেতন এবং অন্যান্য ব্যয় বহন করতে পারছি না এজন্য সরকারের গৃহীত ব্যবস্থাগুলো অবিলম্বে কার্যকর করা উচিত। আর এই কার্যক্রম ফলপ্রসু করতে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা কমানো দরকার। এদিকে ব্যাংকগুলো দ্রুত কাজ না করায় গেল সপ্তাহে অভিযোগ করেছে সরকার তবে ব্যাংক কর্মকর্তারা বলছে এরই মধ্যে ৪ লাখ লোনের অনুরোধ রাষ্ট্র সমর্থিত কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হয়েছে। ইতালি সর্বপ্রথম ইউরোপীয় দেশ যা করোনাভাইরাস দ্বারা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে আর এর জের ধরেই দু মাস লকডাউন ছিল দেশটি। আর এ থেকেই দেশটির জিডিপি ১৩ থেকে ৯ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত ইতালির অর্থনীতির শতকরা ৫.৩ ভাগ সংকুচিত হয়েছে যা প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল ৪.৭ শতাংশ। ১৯৯৫ সালের পর থেকে অর্থনীতি এতটা ধসে পড়েনি ইতালিতে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন