শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈশ্বরদীতে করোনার নমুনা সংগ্রহ মোট ১৮৯জন, প্রাপ্ত রিপোর্ট ১৩০, পজিটিভ ৩, মৃত্যু ৪

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ৮:১৬ পিএম

ঈশ্বরদী উপজেলায় আজ ৩০ মে পর্যন্ত করোনা উপসর্গ বিদ্যমান ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১৫৮ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আগামীকাল আরো ৩১জনের সংগ্রহকৃত নমুনা পরীক্ষার জন্য রাজশাহী প্রেরণ করা হবে।এপর্যন্ত প্রেরিত ১৫৮ জনের মধ্যে ১৩০ জনের রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে একজন পজেটিভ এসেছে। বাঁকি সবগুলোই নেগেটিভ। অন্যদিকে করণা উপসর্গ নিয়ে ঢাকায় চিকিৎসা করতে যাওয়া ঈশ্বরদীর চার ব্যক্তি ইতিমধ্যে করনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এবং ঈশ্বরদী উপজেলার বাসিন্দা নাটোর জেলায় কর্মরত দুজন স্বাস্থ্যকর্মী করোনা শনাক্ত হয়েছে।নতুন করোনা সনাক্ত ব্যাক্তি হলো নাটোরের লালপুর উপজেলার স্বাস্থ্যকর্মী ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আশনা গ্রামের শাহিনুর রহমান সারিং এর বড় ভাবী শিল্পী বেগম। এই পরিবারটি বর্তমানে লক ডাউনে আছে। হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা চলছে বলে জানাগেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন