বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মির নিয়ে পাকিস্তানের স্বপ্ন অনন্তকালেও বাস্তব হবে না

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নওয়াজ শরিফের মন্তব্যের জবাবে সুষমা স্বরাজ
ইনকিলাব ডেস্ক : কাশ্মির নিয়ে পাকিস্তানের স্বপ্ন অনন্তকালেও বাস্তব হবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখার অপেক্ষায় রয়েছেন বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মন্তব্যের জবাবে তার এই আশাকে বিপজ্জনক বিভ্রম বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে এক জনসভায় নওয়াজ ওই মন্তব্য করার পর গত শনিবার এক বিবৃতিতে তার সমালোচনা করেন সুষমা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান ভেতরে ভেতরে সন্ত্রাসবাদকে নির্লজ্জভাবে আলিঙ্গন ও উৎসাহ দিয়ে থাকে এবং এর ভিত্তিতে তারা এ বিভ্রান্তিকর ও বিপজ্জনক স্বপ্ন দেখছে। সমগ্র ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে চায়, এমনকি অনন্তকাল শেষেও তাদের এ স্বপ্ন বাস্তব হবে না। পুরো জম্মু ও কাশ্মির ভারতের, আমরা কখনো এই ভূস্বর্গকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হতে দেব না। এর আগে মুজাফফরাবাদের জনসভায় নওয়াজ বলেছিলেন, কাশ্মিরে যারা স্বাধীনতা সংগ্রামের জন্য আত্মত্যাগ করেছে তাদের ভুললে চলবে না। আমাদের সমস্ত দোয়া তাদের সঙ্গে আছে। আমরা ওইদিনের অপেক্ষায় আছি, যেদিন কাশ্মির পাকিস্তানের অংশ হবে। গত ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর এক অভিযানে ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের তরুণ কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানি দুই সহযোগীসহ নিহত হয়। এই ঘটনার পর নতুন করে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নওয়াজ মুজাফফরাবাদের জনসভায় ওয়ানিকে শহীদ বলে আখ্যায়িত করেন। এ প্রসঙ্গে বিবৃতিতে সুষমা বলেন, তিনি কি জানেন না, বুরহান ওয়ানি হিজবুল মুজাহিদিনের কমান্ডার ছিলেন। ডেইলি টাইমস, এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন