শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনের প্রেসিডেন্টের মসজিদ পরিদর্শন

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেদেশের মুসলিম অধ্যুষিত এলাকা নিংঙ্গ শীইয়ায় উপস্থিত হয়ে মুসলমানদের সঙ্গে সাক্ষাত করেছেন। গত বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে মুসলিম অধ্যুষিত ওই এলাকা সফরকালে তিনি মিং নিং গ্রাম, এনার্জি বেস, পেট্রোকেমিক্যাল সেন্টার এবং শিং জিংয়ের মসজিদও পরিদর্শন করেছেন। নিংঙ্গ শীইয়ার কেন্দ্রে অবস্থিত ইয়েং জুওয়াং শহরের মসজিদ পরিদর্শনকালে তিনি বলেন, চীনের ইসলাম ধর্মের ইতিহাস পাঁচ হাজার বছরের প্রাচীন এবং এই ধর্ম সমাজে গভীরভাবে একত্রিত হয়ে আছে। প্রেসিডেন্ট আরও বলেন, চীনে বসবাসরত মুসলমানদের উচিত চরমপন্থিদের তীব্রভাবে ঘৃণা করা, তাদের কাজের প্রতিবাদ করা এবং তাদের থেকে দূরে থাকা। চীনে প্রায় দুই কোটি এক লাখ মুসলমানের বাস। হাল সময়ে নানা কারণে বর্হিবিশ্বে চীনের পরিচিতি পেয়েছে মুসলিম বিদ্বেষী হিসেবে। টাইমস অফ ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন