মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মিরে গণহত্যায় মোদির বিরুদ্ধে লাহোর হাইকোর্টে মামলার আর্জি

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জম্মু-কাশ্মিরে গণহত্যার দায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী মামলার অনুমতি প্রার্থনা করে পাকিস্তানের লাহোর হাইকোর্টে একটি আর্জি পেশ করা হয়েছে। পাক আইনজীবী রানা আবদুল হামিদ এ আর্জি পেশ করেছেন বলে পাকিস্তানের সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে। আর্জিতে দাবি করা হয়েছে, চলতি মাসের ৯ তারিখ থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গুলিতে অন্তত ৪৫ ব্যক্তি নিহত হয়েছে। হিজবুল মুজাহেদিনের তরুণ কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানি হত্যার প্রতিবাদে কাশ্মিরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করার সময় তাদের ওপর গুলি চালানো হয়। এতে আরো দাবি করা হয়, ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরে মৌলিক মানবিক অধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছে। বেসামরিক এবং নিরীহ কাশ্মিরবাসীর বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করা হচ্ছে। এ ছাড়া, তাদের বিরুদ্ধে সহিংস কৌশল গ্রহণ করা হয়েছে। ভারত সরকারের প্রধান হিসেবে কাশ্মিরে ভারতীয় বাহিনীর হত্যা ও সহিংসতার জন্য নরেন্দ্র মোদিই দায়ী বলে আর্জিতে উল্লেখ করা হয়। ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন