শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় পাশের হার ৯২.৬৬ শতাংশ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৩:২৪ পিএম

এ বছর এসএসসিতে খুলনা জেলায় পাশের হার ৯২ দশমিক ৬৬ শতাংশ। এ জেলার ৩৮৮টি বিদ্যালয় ২৪ হাজার ৩৩৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাস করেছে ২২ হাজার ৫৪৮ জন।
যশোরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, বোর্ড থেকে প্রতিবছর জেলা ভিত্তিক পরীক্ষার ফলাফলও তৈরি করা হয়। এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীন ১০ জেলার মধ্যে গড় পাসের হার নিয়ে দ্বিতীয় রয়েছে খুলনা জেলা।
এ জেলা থেকে এসএসসিতে ৩৮৮ টি প্রতিষ্ঠান অংশগ্রহন করেছিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ হাজার ৩৩৫জন। যার মধ্যে ১২ হাজার ১৮০ জন ছেলে ও ১২ হাজার ২৯৬ জন মেয়ে ছিল। পরীক্ষাতে মোট পাশ করেছে ২২ হাজার ৫৪৮ জন। যার মধ্যে ১১ হাজার ১৭৬ জন ছেলে ও ১১ হাজার ৩৭২ জন মেয়ে পাশ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন