বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনায় মৃত্যু ১৮, সাড়ে ৯ শ’ আক্রান্ত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৪:৫৫ পিএম

সিলেট বিভাগে ১৮জন প্রাণ হারিয়েছেন করোনার ছোবলে। আজ রবিবার (৩১ মে) সকালে করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। এর মধ্যে শুধু ১৪ জন মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া ৩ জন মৌলভীবাজার ও ১ জন হবিগঞ্জের । অপরদিকে, আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৯ শ’ জন সিলেট বিভাগে
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সিলেটের ডেইলী প্রতিবেদন অনুযায়ী, রোববার (৩১ মে) সকাল ৮টা পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা ৯৪৭ জন। এর মধ্যে সিলেটে ৫৪৩, সুনামগঞ্জে ১৪৪, মৌলভীবাজার ৯৮ ও হবিগঞ্জে ১৭১ জন। হাসপাতালে ভর্তি আছেন করোনা রোগী ১২২ জন। তার মধ্যে সিলেটে ৫১, সুনামগঞ্জে ৩৮, মৌলভীবাজারে ২ ও হবিগঞ্জে ৩১ জন। এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে আজ সকাল পর্যন্ত হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৫০ জন। এর মধ্যে সিলেটে ৫৯, সুনামগঞ্জে ৬১, মৌলভীবাজারে ৪৩ ও হবিগঞ্জে ৮৭ জন। গত ১০ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে ১২৫২৯ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে এবং ছাড়পত্র দেয়া হয়েছে ১১০৫৮ জনকে। বর্তমানে ১৪৭১ জন অবস্থান করছেন হোম কোয়ারেন্টিনে। এর মধ্যে সিলেটে ৪৪১, সুনামগঞ্জে ৪৮৭, মৌলভীবাজারে ৩৫৮ ও হবিগঞ্জে ১৮৫ জন। এ পর্যন্ত হাসপাতালে বিভাগের ২৪০ জন আছেন কোয়ারেন্টিনরত। এর মধ্যে সিলেটে ৭৭, সুনামগঞ্জে ৩০, মৌলভীবাজারে ১৪ ও হবিগঞ্জে ১১৯ জন। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন রয়েছেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন