শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ বাড়লেও পিছিয়ে ছেলেরা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৫:৩৮ পিএম

বরিশাল শিক্ষা বোর্ডের এবারের এএসএসসি’তে পাশের হার আগের বছরের চেয়ে ২.২৯ ভাগ বেড়ে এবার ৭৯ দশমিক ৭০ ভাগের উন্নীত হবার পাশাপাশি জিপিএ-৫’এর সংখ্যাও বেড়েছে। এবার শিক্ষা বোর্ডটিতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৪৮৩। এবারো ছেলেদের চেয়ে পাশের হার এবং জিপিএ-৫’এ এগিয়ে রেয়েছে মেয়েরা। দক্ষিনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছেলেদের পাশের হার এবার মাত্র ৭৬ দশমিক ৭২ ভাগ হলেও মেয়েরা এগিয়ে প্রায় ৬ভাগ। যা শতকরা হার ৮২.৬৭% । বরিশাল ক্যাডেট কলেজ এবারো অতীতের গৌরব অক্ষুন্ন রেখে শতভাগ পরিক্ষার্থীই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটি থেকে এবার ৫৪জন ছাত্র এসএসসি’ত অংশ নেয়।
এবার দক্ষিণাঞ্চলে জিপিএ-৫ পাওয়া মেয়েদের সংখ্যা ২ হাজার ৩৭৪টি হলেও ছেলেদের অবস্থান মাত্র ২ হাজার ১২৯। এবার বরিশাল শিক্ষা বোর্ডে অংশগ্রহনকারী ১ লাখ ১২ হাজার ৪৩৬ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৯ হাজার ৬১৬ জন।
বরিশাল বোর্ডে আওতাধীন ৬ জেলার ১ হাজার ৪৩২টি স্কুলের ১ লাখ ১২ হাজার ৪৩৬জন শিক্ষার্থী ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করে। অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের মধ্যে ৫৬ হাজার ৯০জন ছাত্র এবং ৫৬ হাজার ৩৪৬জন ছাত্রী। অসদুপায় অবলম্বনের দায়ে ১০২জন পরীক্ষার্থী বহিস্কৃত হয়।
এবারো বিজ্ঞান বিভাগে পাশের হার সর্বোচ্চ, ৯১.৮০% , ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০.৫১%, এবং মানবিক বিভাগে পাশের হার সর্বনি¤œ ৭৪.৫৭ ভাগ। বিভাগের ৬ জেলার মধ্যে পিরোজপুরের অবস্থান শীর্ষে, পাশের হার ৮৩.৯৮%। দ্বিতীয়অবস্থানে থাকা পটুয়াখালীতে পাশের হার ৮৩.২০%। বরগুনার অবস্থান তৃতীয়, পাশের হার ৮৩.১৪%। ঝালকাঠীতে পাশের হার ৭৯.৫৫%। বিভাগীয় সদর বরিশাল জেলার অবস্থান এবার ৫ম। পাশের হার ৭৬.৭৪%। ভোলায় পাশের হার ৭৬.১৮%।
এবারের এসএসসিতে বরিশাল বিভাগের ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে বরিশাল জেলায় সর্বাধিক ১৪টি, পটুয়াখালীতে দ্বিতীয় সর্বোচ্চ ১০টি, ঝালকাঠীতে ৯টি, পিরোজপুরে ৯টি, বরগুনায় ৬টি এবং ভোলায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বিগত দিনের মতো এবার বরিশাল বোর্ডের কোন প্রতিষ্ঠান শতভাগ অকৃতকার্য হয়নি। গতবছর বরিশাল বোর্ডে এসএসসি’তে পাশের হার ছিলো ৭৭.৪১ %। জিপিএ-৫’এর সংখ্যা ছিল ৪ হাজার ১৮৯। গত বছর বরিশাল বোর্ডের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করলেও ২টি প্রতিষ্ঠানের কেউ কৃতকার্য হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন