শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দ্য পার্জ : ইলেকশন ইয়ার

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

‘লিটল নিউইয়র্ক’ চলচ্চিত্রের জন্য খ্যাত জেমস ডিমোনাকো পরিচালিত সায়েন্স ফিকশন অ্যাকশন হরর ফিল্ম ‘দ্য পার্জ : ইলেকশন ইয়ার’। এই সিরিজের আগের দুটি চলচ্চিত্র ‘দ্য পার্জ’ (২০১৩) এবং ‘দ্য পার্জ : অ্যানার্কি’ও ডিমোনাকোর পরিচালনায় নির্মিত।  
‘দ্য নিউ ফাউন্ডিং ফাদার্স অফ অ্যামেরিকা’র নির্ধারণ করা পার্জ নাইটে সন্ধ্যা সাতটা থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত হত্যাসহ সব অপরাধ বৈধ। নাগরিকদের বিশুদ্ধ করার জন্য এই ধারণার প্রয়োগ। এমনই এক রাতে শার্লিন ‘চার্লি’ রোয়ান (এলিজাবেথ মিচেল) তার পরিবারকে খুন হতে দেখেছিল। ১৮ বছর পর সে এখন একজন সেনেটর এবং আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী। সে দেখেছে পার্জের কারণে শুধু গরিব মানুষরাই খুন হয়। তাই তার নির্বাচনী অঙ্গীকার সে এই প্রথা উচ্ছেদ করবে। চলতি সরকারের উচ্চপদস্থ কিছু কর্মকর্তা আর কিছু রাজনীতিক তার এই নীতির সমর্থক নয়। তারা চায় এই প্রথা টিকে থাকুক। আর এই জন্য তারা তাকে পার্জের রাতেই হত্যা করার পরিকল্পনা করেছে। কিন্তু চার্লির নিরাপত্তার দায়িত্বে আছে এমনই এক মানুষ যে নিজে এই প্রথা উচ্ছেদ দেখতে চায়। সে হলোÑ প্রাক্তন পুলিশ অফিসার লিও বার্নস (ফ্র্যাঙ্ক গ্রিলো)। লিও অবশ্য নিজেই একসময় পার্জ রাতে এমন একজনকে হত্যা করতে চেয়েছিল যে মাতাল অবস্থায় গাড়ি চাপা দিয়ে তার ছেলেকে মেরে ফেলেছিল। পরে তাকে সে মাফ করে দেয়। লিও জানতে পারে সেনেটরকে হত্যা করা হবে। সব ব্যবস্থা করার পরও জানা যায় কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে। শেষে নিরাপদ জায়গা থেকে তাদের পতে নেমে আসতে হয়। শুরু হয় প্রতিপক্ষের সঙ্গে এক ইঁদুর-বেড়াল দৌড়।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন