শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ১২:১২ এএম

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখুন

করোনা ভাইরাসের আতঙ্কে দেশবাসী যখন দিশেহারা, ঠিক তখনই একশ্রেণির অসাধু ব্যবসায়ী হয়ে উঠেছে লাগামছাড়া। নিত্যপণ্যের বাজারগুলোতে বেড়েই চলেছে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম। এতে অল্প আয়ের মানুষ দু’মুঠো ভাতের আয়োজন করতে গিয়ে দিশেহারা। জীবন ধারণের উপযোগী প্রতিটি জিনিসের অগ্নিমূল্য। পরিকল্পিতভাবে ভোগ্যপণ্যের দাম বাড়াচ্ছে বাজারে সক্রিয় সিন্ডিকেট। করোনাভাইরাসের সংকটকালে এমনিতেই মানুষের নাভিশ্বাস উঠেছে। তার উপর কিছু নীতিনৈতিকতাহীন ব্যবসায়ী এই সংকটকে পুঁজি করে লাভবান হতে চাইছেন। এইসব সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা অজুহাত পেলেই রাষ্ট্র ও মানুষকে জিম্মি করার এ অপতৎপরতা চালিয়ে থাকেন। তারা বারবার রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনৈতিক মুনাফা অর্জন অব্যাহত রাখছেন, যা চরম অমানবিক এবং মানুষের মৌলিক অধিকার পূরণে বাধা দেয়ার শামিল। চলমান এই অমানবিক নৈরাজ্য বন্ধে সাধারণ জনগণ দ্রুতই সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে নজরদারি অব্যাহত রাখতে হবে।
মো. রাশিদুল ইসলাম
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন