বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সমালোচনার মধ্যেই ট্রাম্পকে ভেবে দেখার পরামর্শ ইইউর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ১২:১২ এএম

করোনাভাইরাসের এ মহাদুর্যোগের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার সিদ্ধান্তে কঠোর সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুকে দেয়া অনুদান প্রত্যাহার করায় নিজ দেশে এবং আন্তর্জাতিক মহলে সবখানেই সমালোচিত হচ্ছেন ট্রাম্প। খবর বিবিসির। ইউরোপীয় ইউনিয়ন বলছে, মহামারীর এ ক্রান্তিকালে মান-অভিমান ভুলে সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়তে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে আবারও এ ব্যাপারে ভেবে দেখার পরামর্শ দেয় ইইউ। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের এ হঠকারী সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন। এমনকি যুক্তরাষ্ট্রের সিনেটে স্বাস্থ্য কমিটির প্রধানও ট্রাম্পের এহেন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। গত ১৮ মে হুকে ৩০ দিন সময় দিয়ে বলেছিলেন, এর মধ্যে ‘উল্লেখযোগ্য কোনো অগ্রগতি’ না হলে সদস্যপদ প্রত্যাহারের কথা ভাববে আমেরিকা। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন