শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

নিরস্ত্র ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ১২:১২ এএম

দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে এক ফিলিস্তিনি শহীদ হওয়ার স্বীকারোক্তি দিয়েছে ইসরাইল। অস্ত্র বহনকারী সন্দেহে ওই ফিলিস্তিনিকে হত্যা করা হলেও পরে জানা গেছে তার সঙ্গে কোনো অস্ত্র ছিল না। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল থার্টিন নিউজ বলেছে, নিহত ব্যক্তি নিরস্ত্র ছিলেন এবং তার হয়ত মানসিক স্বাস্থ্য-জনিত সমস্যা থাকতে পারে। ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড জানিয়েছেন, শনিবার সকালে পূর্ব জেরুজালেমে এই ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, পুলিশের টহল ইউনিট এক ব্যক্তির হাতে পিস্তলের মতো বস্তু থাকার সন্দেহ করে। তারা ওই ব্যক্তিকে থামতে বলে এবং ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে পুলিশ কর্মকর্তারা সন্দেহভাজনকে
গুলি করে। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
habib ১ জুন, ২০২০, ৯:১৪ এএম says : 0
OIC members and GULF state fail to protect Muslim across the world..
Total Reply(0)
jack ali ১ জুন, ২০২০, ১২:২০ পিএম says : 0
May Allah destroy cancerous Israel and those country support Israel. Ameen
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন