বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অভিবাসী নিয়মিতকরণের দাবিতে বিক্ষোভ ফ্রান্সে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ১২:১২ এএম

ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে বিক্ষোভ করেছে দেশটিতে বসবাসকারী হাজারো অভিবাসী। ফ্রান্সে অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করে এমন ১৯৬টি সংগঠন সন্মিলিত ভাবে পূর্বের ঘোষণানুযায়ী এ আন্দোলনের ডাক দেয়। করোনাকালীন স্বাস্থ্য ঝুঁকির কারণে ফ্রান্সে ১০ জনের অধিক লোক সমাগমে নিষেধাজ্ঞা থাকার কারণে প্রশাসনের পক্ষ থেকে এ সমাবেশের অনুমতি দেয়া হয়নি। আন্দোলনকারীরা বলছে, করোনা সংকটকালীন ইতালি অনিয়মিত অভিবাসীদেরকে বৈধতার আওতায় আনছে। পর্তুগালসহ কয়েকটি দেশ এ প্রক্রিয়া সহজ করেছে কিন্তু ফ্রান্স সরকার এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। ফ্রান্সের বর্তমান সংসদে ১০৪ জন এমপি অভিবাসীদের নিয়মিতকরণের প্রস্তাবনা দিয়ে লিখিত আবেদন করছেন কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোন ঘোষণা আসেনি। অন্যদিকে দেশটিতে কাগজহীন অভিবাসীরা চরম সংকটে দিনাতিপাত করছেন বলে জানান তারা। বিক্ষোভকারীরা বলেন, আমাদের মানবেতর জীবন সরকারের কাছে তুলে ধরতে চাই। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আন্দোলনের আর কোন বিকল্প নেই। প্যারিসের প্লাস দি মাদলিন ও অপেরা থেকে শুরু হওয়া এ র্য্যলিটি আন্দোলনকারীদের নিয়ে স্লােগানে স্লােগানে ঐতিহাসিক রিপাবলিক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আন্দোনকারীরা সংক্ষিপ্ত সমাবেশ করে। ফ্রান্স২৪।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন