বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বন্ধই থাকছে রাইডশেয়ার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৮:২৫ পিএম

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সব ধরনের গণপরিবহনের সাথে অ্যাপভিত্তিক পরিবহন সেবা বা রাইডশেয়ারও বন্ধ রয়েছে। দীর্ঘ দুই মাসের বেশি সময় পর সোমবার থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাইডশেয়ার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এরই মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেশে নিবন্ধিত ১২টি রাইডশেয়ার সেবাদাতা প্রতিষ্ঠানকে এ সম্পর্কিত চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাইডশেয়ারের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
পাঠাও, সহজ, ওভাই, উবারসহ দেশে ১২টি কোম্পানি রাইডশেয়ার সেবা দেয়ার জন্য বিআরটিএর কাছ থেকে নিবন্ধন নিয়েছে। ঢাকাসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে কার্যক্রম পরিচালনাও করছে বেশিরভাগ নিবন্ধিত রাইডশেয়ার কোম্পানি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন