বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁদপুরে রোববার দুই দফা রিপোর্টে ১৪জনের করোনা শনাক্ত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৯:২১ পিএম

চাঁদপুরে দু'দফায় প্রাপ্ত রিপোর্টে ১৪জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার রাতে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এই দিন সকালে ৩জনের করোনা শনাক্তের কথা জানায় সিভিল সার্জন অফিস। অর্থাৎ দু’দফায় রোববার চাঁদপুরে করোনায় আক্রান্ত রোগী বেড়েছে ১৪জন। এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯৫জন।

নতুন করে আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৬জন ও ফরিদগঞ্জের ৫জন, মতলব আইসিডিডিআরবি হাসপাতালে ২জন এবং মতলব উত্তরে ১জন রয়েছেন।

চাঁদপুর সদরের ৬জনের অবস্থান হলো- মৈশাদী, মিশন রোড, বড় স্টেশন, নতুন বাজার, স্ট্র্যান্ড রোড ও চেয়ারম্যান ঘাট এলাকায়।

মতলব দক্ষিণ উপজেলার আইসিডিডিআরবি হাসপাতালের ২জন ও মতলব উত্তরে ১জনের করোনা শনাক্তের খবর জানায় সিভিল সার্জন অফিস।

সূত্র আরো জানায়, রোববার মোট ৮১টি রিপোর্ট এসেছে। চাঁদপুর জেলায় এযাবত করোনাভাইরাসে ১৫জনের মৃত্যু হয়েছে।

এদিকে হাজীগঞ্জের মকিমাবাদ এলাকার শাহাদাত হোসেন (৪০) নামে এক ব্যক্তি রাত ৮ টায় মারা গেছেন। সন্ধ্যায় তিনি করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শাহাদাত বৈশাখী বাস কাউন্টারে চাকরি করতো। তার স্যাম্পল নেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন