শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জেলায় মৃতের সংখ্যা ১৫জন নোয়াখালীর সেনবাগে করোনায় মুয়াজ্জিনের মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ১:২৭ পিএম

সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে মোজাম্মেল হোসেন (৪৪) নামের মসজিদের একজন মুয়াজ্জিন মারা যান। এনিয়ে সেনবাগে করোনায় মৃতের সংখ্যা ৪জন এবং জেলায় মৃতের সংখ্যা ১৫জন।

সোমবার সকাল সোয়া ৯টায় উত্তর সাহাপুর গ্রামে মারা যান মুয়াজ্জিন। তিনি নোয়াখালী সদর উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, করোনা উপসর্গ থাকায় উত্তর সাহপুর মসজিদের মুয়াজ্জিন মোজাম্মেল হোসেনের নমুনা সংগ্রহ করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। গত ২৩মে শনিবার আসা রিপোর্টে তার নমুনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়ীতে হোম আইসোলেশনে ছিলেন। আজ পহেলা জুন সোমবার সকালে নিজ বাড়ীতে মারা যান তিনি। সকল ধরনের নিয়ম মেনে উনার লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪জন। যার মধ্যে একজন চট্টগ্রাম থেকে আক্রান্ত হয়ে সেনবাগের কাবিলপুরে এসে গত ২৭তারিখে মারা গেছেন।

মৃতদের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ৭জন, সেনবাগে ৪জন, সোনাইমুড়ীতে ২জন ও সদর উপজেলায় ২জন। তারা হলো, সোনাইমুড়ীতে ইতালি প্রবাসী মোরশেদ আলম (৪৫), সেনবাগে এক রাজমিস্ত্রী মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) ও আমিনুল ইসলাম মিন্টু (৪৭) নামের দুই ব্যবসায়ী, সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামের এক কৃষক, বেগমগঞ্জের কুতুবপুরে শহিদুর রহমান (৬৬), চৌমুহনী পৌরসভা করিমপুরের বেলাল উদ্দিন (৫৭), চৌমুহনী পৌরসভার পশ্চিম গণিপুর হাজী আবুল খায়ের পাটোয়ারী (৭৪), নরোত্তমপুরে জতন লাল সাহা (৬৫), সুবর্ণচর উপজেলার চরবাটার মাঈন উদ্দিন মানিক (৬৫), নোয়াখালী পৌরসভা ৪নং ওয়ার্ড জয়কৃষ্ণপুরের আব্দুর রাজ্জাক ফারুক (৫৫), সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে আব্দুল মান্নান মনু (৬১), বেগমগঞ্জের একলাশপুরের সাখায়েত উল্যাহ (৮০), সেনবাগের কাবিলপুরের সফিউল আজম (৪৭) ও কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহপুর মসজিদের মুয়াজ্জেন মোজাম্মেল হোসেন (৪৪)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন