বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দীর্ঘ আড়াইমাস পর আবারো সৈয়দপুর বিমান বন্দরে শুরু হয়েছে বিমান উঠা-নামা

সৈয়দপুর (নীলফামারী) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ৭:৩৫ পিএম

দীর্ঘ আড়াইমাস পর আবারো সৈয়দপুর বিমান বন্দরে শুরু হয়েছে বিমান উঠা-নামা। করোনা প্রভাবে বন্ধ থাকার পর সোমবার সকাল ৮টা ১০ মিনিটে নভোএয়ারের একটি উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকা থেকে ৪০ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ উড়োজাহাজটি। পরে সোয়া নয়টায় ঢাকার উদ্দেশ্যে ৫০জন যাত্রীনিয়ে সৈয়দপুর থেকে উড্ডয়ণ করে নভোএয়ারের এই জাহাজটি।
সরকারের সিদ্ধান্তের পর গত কয়েকদিন থেকে বিমানবন্দরটি স্বাভাবিক পরিবেশের উপযোগী করে গড়ে তুলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সুনশান নিরবতায় থাকা বৃহত্তর রংপুর অঞ্চলের একমাত্র বিমানবন্দরটি আবারো প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে।
সরকারী বিধিনিষেধ মেনে ঢাকা-সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশ, নভোএয়ার ও ইউএসবাংলার তিনটি করে ৯টি ফ্লাইট চলাচল করবে প্রতিদিন।
স্বাভাবিকসময়ে এই পথে ১২টি করে ফ্লাইট আসা যাওয়া করতো যাত্রীদের নিয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন