শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রক্তাক্ত চাকুসহ আটক দুই ছিনতাইকারী

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ১২:১১ এএম

রাজশাহীর মোহনপুরে গত রোববার রাতে নগদ টাকা ও মোবাইলফোন ছিনতাই মামলার দুই আসামি আল আরাফাত হোসেন (১৯) ও শাকিল আহম্মেদ (২০)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে আশরাফুল ইসলাম বাদি মোহনপুর থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেছেন। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোস্তাক আহম্মেদ জানান, গত রোববার মোহনপুর উপজেলার বাদেজুল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৯) ওষুধ কোম্পানির কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরছিলেন। রাত আনুমানিক ১১ টার সময় উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের নন্দনহাট ব্রীজের কাছে পৌঁছামাত্রই ছিনতাইকারীরা তাকে পথরোধ করে ধারালো চাকু ও পাইপ দিয়ে মারপিট করে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে। ফারুক হোসেনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারীরা মোটরসাইকেল রেখে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় ফারুক হোসেনকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করান স্থানীয়রা। মোহনপুর থানার পুলিশের উপ-পরিদশক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, রোববার রাতে মামলা দায়ের করার পর ভোররাতে মৌগাছি এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ধারালো রক্তমাখা চাকু, ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন