মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে রিট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ১২:১১ এএম

ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে রিট করা হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট বারের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ার আহমেদ রানজীব এবং ব্যারিস্টার হামিদুল মিসবাহ বাদী হয়ে জনস্বার্থে এ রিট করেন। বিচারপতি এম.ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে রিটের শুনানি হতে পারে জানান রিটকারীদের আইনজীবী। রিটে বেসরকারি হাসপাতালটির লাইসেন্স বাতিলের পাশাপাশি সম্প্রতি অগ্নিকান্ডে চিকিৎসাধীন ৫ রোগীর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানেরও নির্দেশনা চাওয়া হয়েছে। রিটের পক্ষের আইনজীবী অনীক আর হক বলেন, আগুনে পুড়ে ৫ জনের মৃত্যুর ঘটনায় আমরা রিট করেছি। এতে ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। আগুনে পুড়ে মৃত্যুর ঘটনাকে ‘হত্যাকান্ড’ হিসেবে গণ্য করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে উল্লেখ করা হয়, গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের কারণে অগ্নিকান্ডে ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুণ নিয়ন্ত্রণে আনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন