শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পকে ভোটেই তাড়াব!

টাইমস অব ইন্ডিয়া | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ১২:১১ এএম

করোনার দাপটের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র জ্বলছে বর্ণবাদের আগুন। সেই আগুনে ঘি ঢালার কাজ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! টুইটারে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিলেন, ‘লুঠ শুরু হলে, শুট (গুলি) শুরু হবে।’
ট্রাম্পের এই ট্যুইটের প্রেক্ষিতেই পাল্টা ট্যুইট করেন মার্কিন গায়িকা টেলর স্যুইফট। ট্রাম্পকে তীব্র কটাক্ষ করে তিনি লেখেন, ‘আপনি প্রেসিডেন্ট হয়েও সাদা চামড়ার আধিপত্যবাদ ও বর্ণবাদে আগুন ধরিয়ে দিয়েছেন। এরপরও কীভাবে আপনি সংহতির হুমকি দিতে পারেন। এই আপনার নৈতিক শ্রেষ্ঠত্ব? কীভাবে আপনি গুলি চালানোর নির্দেশ দিতে পারেন! আপনাকে আমরা ভোট দিয়েই ক্ষমতাচ্যুত করব নভেম্বরে।’
টেলর স্যুইফেটর এই ট্যুইট এখন মেগাহিট। ট্রাম্পের এই বিতর্কিত টুইট লুকিয়ে দিয়েছে টুইটার। তার জায়গায় লিখে দেওয়া হয়েছে, ‘হিংসায় প্ররোচনা দেওয়ার বিধি লঙ্ঘন করেছে এই টুইট।’ এমনকী, প্রেসিডেন্টের টুইট গত শুক্রবার সকালে নতুন করে পোস্ট করা হয়েছিল হোয়াইট হাউসের টুইটার হ্যান্ডেল থেকে। সেখানেও একই বার্তা সেঁটেছে টুইটার। বিতর্কিত টুইটটি যাতে বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছতে না পারে, সেই ব্যবস্থাও নিচ্ছে টুইটার। কোনও দেশের রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে সম্ভবত এমন নজির নেই।
এ দিকে প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ‘বর্ণবিদ্বেষ ২০২০-র আমেরিকায় স্বাভাবিক ঘটনা হতে পারে না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
কে, এম, নূরুজ্জামান ২ জুন, ২০২০, ৯:১০ এএম says : 0
বিশ্বের শক্তিশালি দেশ আমেরিকায় কেন বর্ণ বৈষম্য? কেন নৃসংশভাবে জর্জকে হত্যা করা হলো? হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার হবে কি?
Total Reply(0)
Md. Humyun Kabir ২ জুন, ২০২০, ১০:৩৭ এএম says : 0
Very fine,Please call me.
Total Reply(0)
Md. Humyun Kabir ৩ জুন, ২০২০, ৯:৫৪ এএম says : 0
I am From Bangladesh.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন