বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রেলপথে আরও ১৬শ’ টন পেঁয়াজ আমদানি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ১২:১১ এএম

ভারত থেকে দ্বিতীয় দফায় এক হাজার ৬০০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। গতকাল সোমবার সকাল সোয়া ১০টায় ভারতের মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজের এই চালান নিয়ে ভারতীয় মালবাহী ট্রেনটি দর্শনা হয়ে হিলি রেলস্টেশনে পৌঁছায়। এর আগে ২৮ মে এই রেলস্টেশন দিয়ে একই পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয় ভারত থেকে।
এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ায় পাইকারি বাজারে দাম কমতে শুরু করেছে। বর্তমানে এসব পেঁয়াজ ২১ থেকে ২৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে প্রথম চালানের সময় ২৪ থেকে ২৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
গতকাল যে চালানটি এসেছে তা মেসার্স সুমাইয়া ট্রেডার্সের আমদানি করা। ইতোমধ্যে ট্রেন থেকে পেঁয়াজগুলো খালাস শুরু হয়েছে। এসব পেঁয়াজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন