বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনা দুর্বল হয়ে পড়ছে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ১২:১১ এএম

করোনাভাইরাসে ইতোমধ্যে বিশ্বব্যাপী প্রায় ৪ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এই ভাইরাসে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন আর মৃত্যু বরণ করছে। তবে এ ভাইরাসটি তার শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ছে বলে দাবি করেছেন এক ইতালীয় চিকিৎসক।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইতালির মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো রোববার দেশটির আরএআই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন। তিনি বলেন, ‘বাস্তবতা হলো ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর নেই। এক অথবা দুই মাস আগে যে অবস্থা ছিল গত ১০ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে।’ তিনি বলেন, ‘ভাইরাসটি ইতালি থেকে চলে গেছে। যারা ইতালিয়ানদের দোটানায় ফেলছেন তাদের আমি এটি না করতে আহ্বান জানাতে চাই।’ মাত্তিও বাসেটি নামে ইতালির অপর এক চিকিৎসকও জাংরিলোর মতোই কথা বলেছেন। এএনএসএ নিউজ এজেন্সিকে তিনি বলেন, ‘দুই মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল এখন আর সেটি নেই।’

মে মাসের শুরুতে ইতালিতে করোনা পরিস্থিতি ভয়াবহ ছিল। তবে মে’র শেষ দিকেই দেশটিতে করোনা ভাইরাস বেশ নিয়ন্ত্রণে এসেছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৪১৫ জন মানুষ মারা গিয়েছেন। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৯৭ জন। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Dedarul Alam ২ জুন, ২০২০, ১:৪৪ এএম says : 0
ইতালীতে ,আমাদের দেশে না।বরং আমাদের দেশে এখন আরও সবল হয়েছে! তবে হা,আর মাস দুই মাস পর হয়ত দূর্বল হবে।তবে করোনা যাবে না।থেকে যাবে ফ্লু এর মতো।কখনও দূর্বল আবার কখনও ভয়ঙ্করূপ ধারণ করবে।
Total Reply(0)
AS Kowshiq ২ জুন, ২০২০, ১:৪৪ এএম says : 0
ইতালিতে হার্মদাদ আর সিনকারা ঔষধ নাই তাই দুর্বল হয়ে যাচ্ছে,বাংলাদেশের মানুষ এই দুই ঔষধ (হার্মদাদ এবং সিনকারা)সেবন করিয়ে দুর্বল করোনাকে পুনরায় শক্তিশালী করে ফেলবে।
Total Reply(0)
Monir Howlader ২ জুন, ২০২০, ১:৪৪ এএম says : 0
সুন্দরবনের সাথে ধাক্কা লেগে পশ্চিম দিকে ধাবিত হয়ে ইতালির উপকূলে আছড়ে পরে করোনা ধীরে ধীরে দুর্বল হয়ে লোকালয়ে এখন মৃত প্রায়।
Total Reply(0)
Arif Ahmed Nahid ২ জুন, ২০২০, ১:৪৫ এএম says : 0
আমাদের দেশের গবেষকেরা প্রমাণ করেই ছাড়বে- "আমরা করনো থেকেও শক্তিশালী" প্রমোশন কনফার্ম
Total Reply(0)
Akib Ahmad ২ জুন, ২০২০, ১:৪৫ এএম says : 0
ইতালি তে শক্তি হারিয়ে দুর্বল হয়ে বাংলাদেশে শক্তিশালী হচ্ছে,,, ওফ দুখক্ষিত বাংলাদেশ তো করোনার চেয়েও শক্তি শালী
Total Reply(0)
Jihad Hossain ২ জুন, ২০২০, ১:৪৬ এএম says : 0
ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় ক্রমেই শক্তিশালী হয়ে ধেয়ে আসচ্ছে করোনা।
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ২ জুন, ২০২০, ৯:৩৭ এএম says : 0
করোনা ভাইরাস আমার মনে হয় ওদেরকে না মারা পরয্যন্ত আমাদের দেশ হইতে যাইবে না। শক্তিশালীদেরকে। ঐ যে শক্তিশালী।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন