শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ১১:৩৭ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. মাইদুল ইসলাম প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। আজ সোমবার (১ জুন) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, তিন-চারদিন ধরেই মাইদুল ইসলাম জ্বরে ভুগছিলেন। গত রোববার তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস পজেটিভের বিষয়টি তাকে জানানো হয়।

বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা মাইদুল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগদানের আগে দীর্ঘদিন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। করোনা দুর্যোগের শুরু থেকেই তিনি নিয়মিত তার দায়িত্ব পালন করছিলেন। নিয়মিত সচিবালয়ে অফিস করার পাশাপাশি তাকে বাইরেও মন্ত্রণালয়ের কাজে ব্যস্ত থাকতে হয়েছে। এর মধ্যেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mahfuzur Rahman Mamun ২ জুন, ২০২০, ১২:২১ এএম says : 0
স্যারের দ্রুত সুস্থতা কামনা করছি।
Total Reply(0)
মো: আবুনূর লহমান ২ জুন, ২০২০, ৯:০৮ এএম says : 0
ভাইয়া , জানতাম ভাল আছেন কিন্তু খবরের পাতায় আপনাকে দেখে চমকে গেলাম । দুয়া করি , আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ্য করবেন ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন