শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনাভাইরাস দুর্বল হয়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ৯:২৭ এএম

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস খুব শিগগির দুর্বল হয়ে পড়বে বলে মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিচালক মাইকেল রায়ান। সোমবার (১ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ইতালির মিলানে সান রাফায়েল হাসপাতালের প্রধান আলবার্তো জাংরিলোর জানান যে, করোনাভাইরাস দুর্বল হয়ে পড়ছে। ক্লিনিক্যালি এ ভাইরাস আর এখন ইতালিতে নেই। তার এই মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ মন্তব্য করা হলো।

মাইকেল রায়ান আরও বলেন, অনেক বেশি পরীক্ষার ফলে এখন হয়ত আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। কিন্তু তার মানে এই নয় যে, ভাইরাসটি দুর্বল হয়ে পড়েছে। এটি মোটেও এমন নয়। তিনি ভুল করে থাকতে পারেন।

এদিকে ইতালিতে গতকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ হাজার ৪৭৫ জন। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ১৯৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৫৫ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন