শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

আইসিইউতে নাসিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ১১:২৩ এএম

করোনাভাইরাস আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সোমবার ১ জুন রাত ৯টায় অক্সিজেন জনিত সমস্যা দেখা দিলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ও প্রধান নিবার্হী কর্মকর্তা আল ইমরান চৌধুরী।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনি গণমাধ্যমকে জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ দুপুর ১২টায় তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ মনে হওয়ায় নমুনা পরীক্ষা করা হয়। রাত আটটায় প্রতিবেদন পাওয়া গেলে দেখা যায় তিনি করোনাভাইরাস আক্রান্ত।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক আল ইমরান চৌধুরী জানান, অক্সিজেন সিচুরেশন কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
শওকত আকবর ২ জুন, ২০২০, ১২:৩৩ পিএম says : 0
নাসিম সাহেবকে আল্লাহ সুস্থ্যতা দান করুন
Total Reply(0)
মোঃ আক্কাস আলী মোল্লা ২ জুন, ২০২০, ১২:৩৭ পিএম says : 0
এখানে রুগি যদি আমি হতাম?আবার দেখেন আমাদের দেশের সুনামধন্য নজরুল গবেষককে স্টক এর রুগী জেনেও জানোয়ারেরা তাকে আই সি ইউ থেকে বেরকরে ওয়ার্ড এ রেখে তাকে মেরে ফেল্লো।
Total Reply(0)
sm mozibur bin kalam ২ জুন, ২০২০, ২:০৭ পিএম says : 0
ক্ষমতার বলে মানুষ উন্নত চিকিৎসা নিতে পারে। কিন্তু ভালো মন্দের ফয়সালা শুধু আল্লাহর কাছে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন