বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁদপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্যকর্মীসহ ৯ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ৩:৫৬ পিএম

চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্যকর্মীসহ আরো ৯জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৫জন, ফরিদগঞ্জ উপজেলায় ২জন এবং হাজীগঞ্জ উপজেলায় ২জন। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৯জন ।

নতুন আক্রান্তের মধ্যে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা হাবিব উল করিম এবং চাঁদপুর সদর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের দুই স্বাস্থ্যকর্মী রয়েছেন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার রাত ও মঙ্গলবার দুপুরে ৩৪ টি রিপোর্ট আসে। সেখানে ৯জনের করোনা পজিটিভ। বাকি ২৫টি নেগেটিভ।

জেলায় এযাবত করোনাভাইরাস ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চাঁদপুর সদরে ৫জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ২জন, শাহরাস্তিতে ১জন এবং মতলব উত্তরে ২জন।

চাঁদপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে ; চাঁদপুর সদরে ১১৬জন, ফরিদগঞ্জে ৩৯ জন, হাজীগঞ্জে ১৪ জন, মতলব দক্ষিণে ১২জন, কচুয়ায় ১২ জন, শাহরাস্তিতে ১২জন, মতলব উত্তরে ১০ জন এবং হাইমচর উপজেলায় ৫জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন