শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আসামে ভয়াবহ ভূমিধস, ২০ জনের প্রাণহানী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ৪:১৬ পিএম

ভারতের আসামের দক্ষিণাঞ্চলে তিনটি জেলায় পৃথক ভূমিধসে অন্তত ২০ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে আসামের বেশ কয়েকটি স্থানে ভূমিধসের এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, নিহতরা আসামের দক্ষিণাঞ্চলের বরাক উপত্যকার তিনটি ভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে সাতজন চাচার জেলার, সাতজন হায়লাকান্দি জেলার এবং ছয়জন করিমগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
দক্ষিণ আসামের বারাক উপত্যকায় গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর মাঝেই মঙ্গলবার সেখানে একাধিক ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
ভারতের উত্তর পূর্বের এই রাজ্যটি এরই মধ্যে ভয়াবহ বন্যার শিকার, যার প্রভাব পড়েছে ৩ লাখ ৭২ হাজার মানুষের ওপর। সবচেয়ে খারাপ পরিস্থিতি গোয়ালপাড়া জেলার। এই বন্যায় ৬ জন মারা গেছেন এবং ৩৪৮ গ্রাম পানির নিচে। প্রায় ২৭ হাজার হেক্টর শস্যক্ষেতের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন