বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজারে ক্রমশ লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ৪:৪২ পিএম

কক্সবাজারে করোনায় মৃত্যুর মিছিল ক্রমশ লম্বা হচ্ছে। আজো (২ জুন) করোনায় এবং করোনা উপসর্গে এক রোহিঙ্গাসহ দুইজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে রোহিঙ্গা কয়াম্পে এক বৃদ্ধ অপরজন কক্সবাজার সদরের ইসলামপুর এলাকার বদিউল আলম আযাদ (৪৫)। তিনি করোনা উপসর্গ নিয়ে আজ ভোরে চট্টগ্রাম মেডিকেলকলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
এতে করোনায় ও করোনা উপসর্গে আজ ২ জুন পর্যন্ত কক্সবাজারে মৃত্যুর সংখ্যা হল ২১ জন।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজে করোনা থাবায় ডাক্তার শুন্য হয়েপড়েছে। কক্সবাজার মেডিকেল কলেজে ১৫ জন ডাক্তার (২ জন সহঃ অধ্যাপক, ১ কার্ডিওলজিস্ট সহ),২৫ জন নার্স, ১৭ জন স্টাফ সহ মোট ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মে মাসের ১১ তারিখে কক্সবাজারের রোগী ছিল ১০১ মাত্র। তার ২২ দিন পর ২ জুন পর্যন্ত কক্সবাজারে করোনা রোগীর সংখ্যা ৩২ জন রোহিঙ্গাসহ ৮০২ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন