শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনা আজ এক বৃদ্ধসহ মারা গেলেন ২৪ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ৫:১৭ পিএম

সিলেটে করোনায় মৃত্যু ঘটেছে এক বৃদ্ধের (৭৫)। তার বাড়ি কানাইঘাট উপজেলায়। আজ মঙ্গলবার (২ জুন) ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি । হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, উপজেলার বিরধল গ্রামের ওই বৃদ্ধ শামসুদ্দিনে ভর্তি হয়েছিলেন করোনার উপসর্গ নিয়ে। আজ ভোর ৫টায় ইন্তেকাল করেন তিনি। এবিষয়ে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান বলেন, মৃত ব্যক্তির করোনা উপসর্গ থাকায় শরীরের নমুনা সংগ্রহ করে ওসমানী হাসপাতালের ল্যাবে পাঠানো হয় গত ২৬ মে। তার রিপোর্ট পজেটিভ আসে ২৮ মে। পরদিন শরীরের অবস্থা খারাপ হওয়ায় সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
তার লাশ স্থানীয় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং উপজেলার দাফন কমিটির উদ্যোগ ও তৎপরতায় দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। প্রসঙ্গত, বিভাগে গতকাল সোমবার একদিনেই মৃত্যু হয়েছে ৪জনের। এটাই একদিনে সর্বোচ্চ প্রাণহানীর ঘটনা এ পর্যন্ত সিলেট বিভাগে। এর মধ্যে সিলেটে ৩জন। কেবল প্রথম মৃত্যু হয়েছে সুনামগঞ্জের ১জনের। আজ ভোরে শামসদ্দিন হাসপাতালে কানাইঘাটের আরেকজনের মৃত্যুর মধ্য দিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪। এর মধ্যে শুধু সিলেট ১৮, সুনামগঞ্জে ১, মৌলভীবাজারে ৪ ও হবিগঞ্জে ১ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন