বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ঝাড়খন্ড ও উড়িষ্যায় পঙ্গপাল সতর্কতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ১২:০১ এএম

ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের পর এবার ঝাড়খন্ড ও উড়িষ্যা রাজ্যের দিকে এগোচ্ছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল। ইতিমধ্যেই তা ঢুকে পড়েছে ছত্তিশগড়ে। পঙ্গপালের হাত থেকে বাঁচতে সতর্কবার্তা জারি করেছে ঝাড়খন্ড ও উড়িষ্যা সরকার। ঝাড়খÐের কৃষি সচিব আবু বকর সিদ্দিকি জানিয়েছেন, ছত্তিশগড়, বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ লাগোয়া অঞ্চলে রাজ্যের ২৪ জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। সব থেকে বেশি হামলা হতে পারে, ঘরওয়া, লাতেহার, গুমালা, দেওঘর, ছতরা, গিরিডি ও গোদা জেলায়। ঘরওয়া জেলার কৃষি কর্মকর্তা লক্ষ্ণণ ওঁরাও জানিয়েছেন, ছত্তিশগড়ে পঙ্গপাল ঢুকেছে। দিনে ওরা ২০০ কিমির বেশি যেতে পারে না। তাই প্রস্তুতি নেয়ার সময় পাওয়া যাবে। জানা গেছে, পঙ্গপালের একটি দলে ১.৫ কোটি থেকে ২ কোটি পতঙ্গ থাকতে পারে। এরা ৩৫০০০ মানুষের সারা বছরের খাবার খেয়ে ফেলতে পারে। পঙ্গপালের হামলা সম্পর্কে সতর্ক করে দিয়েছে উড়িষ্যা সরকার। জানানো হয়েছে রাক্ষুসে ওই পতঙ্গ সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে পশ্চিম ওড়িশার সুন্দরগড়, বারঘর, কালাহান্ডি ও বোগানগির জেলায়। জি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন