শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আন্দোলনকারীরা শ্রদ্ধা-সমর্থন পাওয়ার যোগ্য : ওবামা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ১২:০১ এএম

পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিতে চলছে তুমুল বিক্ষোভ। এমন পরিস্থিতে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন, যারা বিক্ষোভ করছেন তারা সমর্থন পাওয়ার যোগ্য। আর যুক্তরাষ্ট্রের এমন সংকট রাজনৈতিকভাবে মোকাবেলার আহŸান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একটি টুইট বার্তায় ওবামা বলেন, যারা সহিংসতার পথ অনুসরণ করছেন তাদের নিন্দা করা উচিৎ। তবে বেশিরভাগ দুর্বার আন্দোলনকারীরা আমাদের শ্রদ্ধা এবং সমর্থন পাওয়ার যোগ্যতা রাখেন। এই আন্দোলনের উদ্দেশ্য হলো জনসচেতনতা বাড়ানো। অবিচারকে সামনে তুলে আনা। কিন্তু আমাদের এই দাবিকে একটি নির্দিষ্ট আইন এবং প্রাতিষ্ঠানিক চর্চায় পরিণত করতে হবে। গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। এরপরই শুরু হয় বিক্ষোভ। যা এখন পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় চার হাজার আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন