বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

যশোরে বামপন্থীদের মানববন্ধন

বাস ভাড়া বৃদ্ধি

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশনায় ৬০ ভাগ বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে যশোরের বামপন্থী দলগুলো গতকাল (মঙ্গলবার) প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) উদ্যোগে শারীরিক দূরত্ব বজায় রেখে এই মানববন্ধনে বাসদ, বাসদ (মার্কসবাদী), সিপিবি ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলার নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) জেলা কমিটির সেক্রেটারি জিল্লুর রহমান ভিটু ও সিপিবির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন বলেন, বিশ্বে যখন জ্বালানি তেলের দাম কমেছে, তখন এই দেশে বাস ভাড়া বৃদ্ধি হলো। দেশের মানুষ এখন খুবই কষ্টে আছে। গণপরিবহনের বাড়তি ভাড়া তাদের আরো দুর্ভোগে ফেলেছে। তাই অবিলম্বে বাস ভাড়া কমাতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন