শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চার প্রতিষ্ঠানে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ১২:০০ এএম

একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া এখনো শুরু করেনি আন্তঃশিক্ষা বোর্ড। বিগত কয়েকবছর ধরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই কলেজগুলোতে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। তবে নটরডেম কলেজসহ দু’একটি কলেজে ব্যতিক্রম। সরকারের অনুমতি নিয়েই তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করে থাকে। 

এবার নটরডেম কলেজের পাশাপাশি হলিক্রস, সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি ক্যাথলিক চার্চ পরিচালিত ঢাকার এই চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব প্রক্রিয়ায় একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে সরকার। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনে ২০২০-২১ শিক্ষাবর্ষে এই চারটি কলেজে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়ে গত রোববার আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গতকাল মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ড এক আদেশে এসব কলেজকে আগামী ২০ জুনের মধ্যে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শেষ করে বোর্ডকে জানাতে বলেছে। গত ৩১ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এরাই একাদশ শ্রেণিতে ভর্তি হবেন।
ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, করোনা পরিস্থিতিতে চারটি কলেজ এবার ভর্তি পরীক্ষা না নিয়ে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করাবে। নিজস্ব কোন পদ্ধতিতে তারা শিক্ষার্থী ভর্তি করাবে, বোর্ডের পক্ষ থেকে তা জানতে চাওয়া হয়েছিল। কলেজগুলো লিখিতভাবে জানিয়েছে এবার তারা এসএসসির ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করাবে। এটা জানার পর আমরা কেন্দ্রীয় ভর্তি পদ্ধতি অনুসরণ করেই তাদের এবার শিক্ষার্থী ভর্তি করাতে বলেছিলাম। কিন্তু ক্যাথলিক চার্চ পরিচালিত কলেজগুলো তাদের স¤প্রদায়ের জন্য আলাদা কোটা রাখবে বিধায় কেন্দ্রীয় ভর্তি পদ্ধতিতে আসছে না। কেন্দ্রীয়ভাবে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে তা এখনও ঠিক হয়নি। ###

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন