জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কক্সবাজার সদরের ঈদগাঁও চাঁন্দেরঘোনা এলাকার বাসিন্দা, বৃহত্তর ঈদগাঁও বাজারের প্রবীণ ব্যবসায়ী ও রিদুয়ান গার্মেন্ট এর মালিক মাওলানা কামেল ইবনে শরিফ (৬০)। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৩ জুন) সকাল ৬টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষে নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২ ছেলে ৪ মেয়ের জনক।
মঙ্গলবার (২ জুন) দুপুর থেকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন মাওলানা কামেল ইবনে শরিফ।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মরহুমের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক মাওলানা ফাজেল ইবনে শরীফ।
তিনি জানান, ঈদুল ফিতরের কয়েকদিন আগে থেকে জ্বর, সর্দি, কাশি দেখা দিলে স্থানীয় ডাক্তার মুজিবুল হকের চিকিৎসাপত্র অনুযায়ী ওষুধ সেবন করেন। জ্বর উঠানামা করছিল কয়েকদিন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে মঙ্গলবার (২ জুন) দুপুরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
মাওলানা ফাজেল ইবনে শরীফ জানান, তার ভাইয়ের করোনা টেস্টের জন্য ৪/৫দিন আগে নমুনা জমা দেয়া হয়েছে। এখনো রিপোর্ট আসেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন