শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিনেসোটা সরকার পুলিশের গত দশকের নাগরিক অধিকার লঙ্ঘন বিষয়ে তদন্ত করছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ১:৪৫ পিএম

মিনেসোটা সরকার মিনিয়াপোলিস পুলিশের গত দশকের নাগরিক অধিকার লঙ্ঘন বিষয়ে তদন্ত শুরু করেছে।
রাজ্যটির গভর্নর টিম ওয়ালজ সাংবাদিকদের এই তথ্য জানান। পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েড নিহত হবার প্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়।- এবিসি, এনবিসি, এনপিআর

ওয়ালজ বলেন , মিনোসোটা সরকারের ডিপার্টমেন্ট অব হিউম্যান রাইটস , মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে এই তদন্ত ফাইল করেছে। এই তদন্ত পুলিশ ডিপার্টমেন্টটিকে যাচাই করা হবে। এক দশকে কালারড জনগনের বিরুদ্ধে এই ডিপার্টমেন্টের ভুমিকা প্রশ্নবিদ্ধ। ওয়ালজ বলেন, ফ্লয়েড হত্যার পেছনে বর্ণবাদের পুরোনো শেকড় প্রথিত আছে কিনা, তা জানতেই এই তদন্ত করা হবে।

রাজ্যের মানবাধিকার কমিশনার রেবেকা লুসেরো জানান , তার সংস্থা এই বিষয়ক কাগজপত্র হাতে পেয়েছে। তদন্তকারীরা যে কাউকে যখন উচ্ছা তলব করার অধিকার রাখবেন। তবে এই তদন্ত শেষ হতে কয়েক মাস লেগে যাবে বলেও জানান তিনি । মিনিয়াপোলিস সিটি কাউন্সিল জানিয়েছে , তারা এই তদন্তে সহায়তা করতে রাজি। তারা বলেছে , মিনিয়াপোলিস পুলিশ বিভাগের মধ্যে দায়বদ্ধতার অভাব থাকতে পারে। এটি দূর করা জরুরি ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন