শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দেশের ক্রান্তিকালে ওয়াসার বিল বাড়ানো অযৌক্তিক-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ৪:৩৭ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া বলেছেন, গোটা বিশ্ব যখন করোনায় বিপর্যস্ত এমতাবস্থায় ওয়াসার বিল বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক।

আজ বুধবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের মানুষ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, মানুষ খেয়ে বেঁচে থাকাটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় সবকিছুর সাথে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে জিনিসপত্রের দাম যা চরম অমানবিক। একদিকে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে ৬০ শতাংশ অপরদিকে নিত্যপয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়ছে। নেতৃদ্বয় বলেন, বর্তমান সরকারের জনগণের প্রতি তাদের কোন দায়িত্ব আছে বলে মনে হয় না। নেতৃদ্বয় ওয়াসা বিলসহ গণপরিবহনের বর্ধিত বাড়ার সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখতে সিন্ডিকট ভেঙ্গে দেয়ার দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন